ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অন্য গান || শুভাশিস সিনহা

শুভাশিস সিনহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্য গান || শুভাশিস সিনহা

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আগে রাত শেষ হোক
তারপর সকাল সজনী
খেয়েছে হাঁড়মাঁস আজ অবাক রজনী

যাবার সকল পথে ক্রুশ রেখে দিয়ে
আঁচলে মায়াবি ধুলো মেখে মেখে
কেউ গেছে চলে
ধবলী ধবলী ডাকি
সে তো কৃষ্ণা, ঘোর অমানিশার জঠরে
তার ছিল জন্মের স্মারক
নখে নখে খুটে তার
রেখা করি পাঠ

আগে ঘরে জ্বলুক আগুন
তারপর বাহিরের ফুলকি কুড়িয়ে নেয়া
জীবন যজ্ঞের শেষ বেলা
কিছু আর থেমে নেই
শিরার লতিকা ঝোলে দেহছিন্ন শোণিতশাখায়

আগে ঢুকি আরক্ত শীতল সরোবরে
তারপর উজানে জোয়ারে
ছলাৎছল অন্তিম সাঁতার...




রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়