ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজ কেউ সাঁতার জানে না || ওবায়েদ আকাশ

ওবায়েদ আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ কেউ সাঁতার জানে না || ওবায়েদ আকাশ

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 



আজকের সকালটা যারা দেখতে এসেছে
তাদের কারও হাতে এক-একটা নদী
কারও হাতে হাসপাতাল এবং কেউ আবার
বিমানবন্দর জুড়ে থরে থরে সাজিয়ে রেখেছে
                        সুদৃশ্য এয়ার এম্বুলেন্স

কিন্তু সকালটা এখনও ভাবছে না
একদিন শেষ হয়ে যায় আততায়ী রক্তের নহর
কতদিন গৃহপোষ্য তুষের আগুনে
বিদগ্ধ-বিবর্ণ হয়ে নিভে গেছে নিজ নিজ দেহ

অনেকে বোঝে না নদীতে স্নান করতে আসা পাখিদের ভাষা
কেউ বা বোঝে না হাসপাতালে পরিত্যক্ত নিথর দেহের মূর্ছনা

সান্ধ্যকালীন কূজনমুখর পাখিদের মতো
তোমার সামনে দিয়ে উড়ে যাচ্ছে অগণিত এয়ার এম্বুলেন্স
একদিন মহামান্য রাষ্ট্রপ্রধানও এইপথে উড়ে গিয়েছিলেন

এই সকল রাজকীয় যান আজ খাঁ খাঁ শূন্যতায় ভরা
প্রান্তিক পথে ছোপ ছোপ রক্তের দাগ আর
হাসপাতালের বার্ন ইউনিটে সর্বস্বপোড়া মানুষের ভিড়

হাতে হাতে গৃহপোষ্য নদী
আজ আর কেউ সাঁতার জানে বলে একটুও মনে পড়ছে না



রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়