ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কবিতা আমার মেয়ে

হাবীবাহ নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবিতা আমার মেয়ে

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 

 



|| হাবীবাহ নাসরীন ||

কবিতা ছাড়া কে আছে এমন বলো
যার কথা এই আমার কথাই বলে।
কবিতার পথে ভিখিরি হয়েছি তাই
নাম লিখিয়েছি সবহারাদের দলে!

কবিতার মতো বলো কে বেসেছে ভালো
কে দিয়েছে মুছে কান্নার নীল রেখা।
কত প্রিয়জন পলকে গিয়েছে দূরে
কবিতা কখনও করেনি আমাকে একা!

কে দিয়েছে আর এতোখানি প্রশ্রয়
কবিতার মতো আদরে আহলাদে।
আমার দুচোখ মুছে দিয়ে যায় ঠিক
কবিতা তো তবু গোপনে লুকিয়ে কাঁদে,

কবিতা আমার মায়ের মতোই বুঝি
কখনও কখনও মা`র থেকে কিছু বেশি!
হাসি ও গল্পে যে কথা লুকাই মাকে
কবিতার বুকে সেই কথা নিয়ে থাকি।

কবিতা আমাকে, আমি কবিতাকে চিনি
তাইতো কবিতা যায় না আমাকে ছেড়ে।
কবিতাকে ঘিরে সবটুকু ভালোবাসা
দিনি দিন তবু যাচ্ছে তা আরো বেড়ে।





রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়