ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাটা মসলা দিয়ে গরুর মাংস

কেকা ফেরদৌসী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৭ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাটা মসলা দিয়ে গরুর মাংস

উপকরণ
গরুর মাংস ১ কেজি
টক দই আধা কাপ
মরিচ বাটা ১ চা-চামচ
আদা-রসুন-পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
লবণ দেড় চা-চামচ
সয়াবিন তেল আধা কাপ
পেঁয়াজ কাটা ১ কাপ
আদা কাটা ২ টেবিল চামচ
রসুন কাটা ১ টেবিল চামচ
শুকনা মরিচ কাটা ১০টা
তেজপাতা ৩টা
গরম মসলা ৬ টুকরো
আস্ত গোলমরিচ ১০টি

প্রণালি
প্রথমে একটি কড়াইয়ে গরুর মাংস, টক দই, মরিচ বাটা, আদা-রসুন-পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট রেখে দিন। এবার চুলায় একটি কড়াইয় তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ কাটা, রসুন কাটা, আদা কাটা, শুকনা মরিচ কাটা, তেজপাতা, গরম মসলা, আস্ত গোলমরিচ দিয়ে মসলা কষিয়ে মাখানো গরুর মাংস ও পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। এবার ঢাকনা তুলে নাড়াচাড়া ঢেকে আরো ১৫ মিনিট রান্না করুন। ১৫ মিনিট পর ঢাকনা তুলে মাখামাখা করে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে কাটা মসলা দিয়ে গরুর মাংস। সুন্দর করে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৬/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়