ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপনতর সত্যের অভ্যন্তরে

ইকবাল মাহফুজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপনতর সত্যের অভ্যন্তরে

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 



|| ইকবাল মাহফুজ ||

মাটির স্তন থেকে ঝরে পড়ে বাদামী আভা
ত্বকের সুবাস থেকে তুমি নাও সভ্যতার ঘ্রাণ
মাটির স্তনগুলো উঁচু হতে হতে যখন
পাহাড়ের বুকে মেলে। অবিনাশি গান
ভাসে ফেরারি হাওয়ার শরীর থেকে।

আমি সে গানের ভাষা অনুবাদ করতে করতে
ঢুকে যাই মাটি-কাদার অভ্যন্তরে!
আর আঁকাবাঁকা পাহাড়ি নদের স্রোতে
তখন ভেসে বেড়ায় হাসিদের স্বর
মাটির ঘর্মাক্ত শরীর থেকে
আমি ছেকে নেই কামনার্ত ঘামজ্বর।

মাটি-জলের নরম বক্ষ হতে
বেড়ে ওঠে যে সভ্যতার আদিম ঘ্রাণ
তুমি যদি তার সূক্ষ্মতর গোপনসত্য জানতে
রাত্রির স্তন থেকে ঝরে যেত সব লালসার প্রাণ।




আরামবাগ, মতিঝিল, ঢাকা।





রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়