ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ থেকে ওই কারখানায় আগুন লেগেছে।  

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের তথ্য জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার সকালে পাগলা ইসলামিয়া বউবাজার এলাকার বোম্বে ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানাটির চারতলা ভবনসহ আশপাশের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়েছে।’

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বউবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় আশপাশের এলাকা। বিস্ফোরণে কারখানার তৃতীয় তলার ছাদ ছিদ্র হয়েছে এবং ভবনের দেয়াল উড়ে গেছে। দেয়ালে লাগানো এসি অনেক দূরে ছিটকে পড়েছে।

চারতলা কারখানার দ্বিতীয় তলায় রাসায়নিকের গুদামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনে কারখানার বেশকিছু রাসায়নিক দ্রব্য, যন্ত্র ও আসবাব পুড়ে গেছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়