ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ফেনীতে ডিজিটাল মেলার উদ্বোধন

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে ডিজিটাল মেলার উদ্বোধন

বেলুন উড়িয়ে ডিজিটাল মেলার উদ্বোধন

ফেনী প্রতিনিধি :  ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

 

শুক্রবার বিকেলে শহরের জেল রোডের পিটিআই মাঠে ফেনী জেলা প্রশাসন আয়োজিত এ মেলা  উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা  প্রশাসক মো. আমিন উল আহসান।

 

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন।

 

মেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ডিজিটাল কনটেন্ট, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, কারিগরি শিক্ষা, স্বল্প ও বিনামূল্যে শিক্ষা উপকরণ, ডিজিটাল সেন্টার (ইউনিয়ন), ই-কমার্স, সরকারি ই-কমার্স সেবা, ব্যাংক ও বিমাসহ  ই-সেবার ১০০টি স্টল রয়েছে। মেলা চলবে রোববার পর্যন্ত।

 

 

রাইজিংবিডি/ফেনী/৬ জানুয়ারি ২০১৭/সৌরভ পাটোয়ারী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়