ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বর্ষায় খালিয়াজুরী হাওরে

সিয়াম সারোয়ার জামিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ষায় খালিয়াজুরী হাওরে

খালিয়াজুরী হাওর

|| সিয়াম সারোয়ার জামিল ||

বাঁধাই করা পাড়ে উত্তাল ঢেউ ছলাৎ ছলাৎ শব্দে আছড়ে পড়ছে। সেই বাঁধের ওপর সুন্দর কারুকার্য করা কংক্রিটের চেয়ার। মাথার ওপর বড় বড় ডালপালা ছড়ানো সবুজ গাছ। ওদিকে ঢেউয়ের সঙ্গে বইছে বৃষ্টি-বাতাস, উড়িয়ে নিচ্ছে শরীর-মন। ব্যস্ত জেলেরা তাল মিলিয়ে ধরছেন মাছ। উত্তাল ঢেউ কাটিয়ে নৌকা নিয়ে ছুটছেন মাঝি-মাল্লারা, কেউ ইঞ্জিন চালিয়ে, কেউ বৈঠা বেয়ে। বর্ষায় এমন রূপ দেখা যায় নেত্রকোনার খালিয়াজুরী হাওরে।

সৌন্দর্য উপভোগ করতে হলে খালিয়াজুরী ‘ডাক বাংলো’র মাঠ পেরোলেই হবে। বাজারের পাশেই হাসপাতাল, হাসপাতালের পরেই বাঁধানো পাড়,সেখানে বসেই উপভোগ করা যাবে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য। শুকনো মৌসুমে খালিয়াজুরী হাওরে চাষাবাদ হলেও বর্ষায় পানিতে পরিপূর্ণ থাকে। বর্ষায় এসব এলাকার একমাত্র বাহন হয় নৌকা। বর্ষাকালে হাওরের গ্রামগুলো একেকটি ছোট দ্বীপের মতো মনে হয়। পূর্ণিমার রাতে যদি হাওরে মাছ ধরতে বের হন তবে মনে হবে স্বর্গে চলে গেছেন।

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা হাওরবেষ্টিত। খালিয়াজুরী, কৃষ্ণপুর, চাকুয়া, নগর, মেন্দিপুর, গাজীপুর মোট ছয়টি ইউনিয়ন নিয়ে খালিয়াজুরী গঠিত। চতুর্দিক থেকে খালিয়াজুরীকে জড়িয়ে আছে ধনু আর সুরমা নদী। ধনু নদী দিয়ে প্রতিদিন লঞ্চ বিভিন্ন জায়গায় চলাচল করে। খালিয়াজুরী উপজেলা সদর, কৃষ্ণপুর এবং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন স্থান ঘিরে রেখেছে সুরমা নদী। এই নদী দিয়ে সিলেটের হাওরগুলোতে যাওয়া যায়।

 

ছবি : লেখক



লেখক : শিশুসাহিত্যিক ও ভ্রমণকাহিনি লেখক। সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক। জন্ম ১৯৯১, সাভার, ঢাকা।




রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়