ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে প্রথম মনোরেল

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে প্রথম মনোরেল

মনোরেল

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১ ফেব্রুয়ারি : ভারতে প্রথম মনোরেল চালু হওয়ার কথা শনিবার থেকে। মাহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চাবান এবং উপমুখ্যমন্ত্রী আজিত পাওয়ার মনোরেলেন উদ্বোধন করবেন।

উল্লেখ্য, মনোরেল হলো এক ধরনের ওয়ানওয়ে রেলপথ, যা দেখতে ওভারবিজ্রের মতো। তবে বিশ্বে বিভিন্ন ধরনের মনোরেল দেখা যায়।

ভারতে প্রথম মনোরেল চালু হচ্ছে মুম্বাই শহরে। এরই মধ্যে মুম্বাইয়ের লোকজন একে ‘মুম্বাই মনোরেল’ নামে ডাকা শুরু করেছে।

রোববার থেকে মুম্বাই মনোরেলের ট্রেন সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে। মুম্বাই শহরের ওদালা থেকে ছেমবুর পর্যন্ত ৮ দশমিক ৯৩ কিলোমিটার দৈর্ঘবিশিষ্ট পথে এ ট্রেনটি চলবে।

প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর এক একটি ট্রেন চলবে। চলার পথে স্থানীয় স্টেশনেও যাত্রী ওঠা-নামা করাবে ট্রেনগুলো।

প্রাথমিক অবস্থায় ৬টি ট্রেন চলাচল করবে। এ অবস্থায় প্রতি ১৫ মিনিটে ৬টি ট্রেন ২৩শ’ যাত্রী বহন করতে পারবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ট্রেনের প্রতিটি কামরা শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিটি ট্রেন ৫৬০ জন যাত্রী বহন করতে পারবে। টিকিটের মূল্য হবে মাত্র ৫ থেকে ১১ রুপি। স্মার্ট কার্ডের মাধ্যমেও টিকিটের মূল্য শোধ করা যাবে।
মুম্বাই মনোরেল ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। তবে প্রতিদিন চলাচলের জন্য এর গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

 

রাইজিংবিডি / রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়