ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০৭ রান করতে পারল না শাইনপুকুর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০৭ রান করতে পারল না শাইনপুকুর

ক্রীড়া প্রতিবেদক: শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  কিন্তু এ রানও করতে পারল না শাইনপুকুর। ১২ রানে ম্যাচ হারল তারা।  দুর্দান্ত জয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার হাসল শেখ জামাল।

ফতুল্লায় আগে ব্যাটিং করতে নেমে ৩৫.১ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় শেখ জামাল। জবাবে ২৮.৪ ওভারে শাইনপুকুর অলআউট হয় ৯৪ রানে।

শেখ জামালের জয়ের নায়ক জিয়াউর রহমান। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে ৪১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। পরবর্তীতে বল হাতে নেন পাঁচ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন জিয়াউর।

তবে বোলিংয়ে তাদেরকে ম্যাচে ফিরিয়েছিলেন পেসার সালাউদ্দিন শাকিল। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে উদয় কউল ও সাব্বির হোসেন ৪৬ রানের জুটি গড়েন। জিয়াউর রহমান নবম ওভারে বোলিংয়ে এসে এ জুটি ভাঙেন। ফেরান সাব্বির হোসেনকে (২৬)।  ১২তম ওভারে সালাউদ্দিন শাকিল সাজঘরের পথ দেখান শাইনপুকুরের অধিনায়ক আফিফ হোসেনকে (২)।  এরপর টানা তিন ওভারে ৩ উইকেট পকেটে পুরেন সালাউদ্দিন।  মাঝে জিয়াউর নেন তৌহিদ হৃদয়ের উইকেট।

৪৬ রান থেকে ৬৮ রানে যেতেই শাইনপুকুরের ছয় ব্যাটসম্যান সাজঘরে। এরপর সোহরাওয়ার্দী শুভর ১৩ রানে কিছুটা প্রতিরোধ পায় শাইনপুকুর। কিন্তু জিয়াউরের দুর্দান্ত বোলিংয়ে কোনো কিছুই শাইনপুকুরের পক্ষে আসেনি। শেষ ব্যাটসম্যান হিসেবে শুভ যখন আউট হন তখনও জিততে শাইনপুকুরের লাগত ১৩ রান।

১০ ওভারে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন জিয়াউর। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে একবারই পাঁচ উইকেট পেয়েছেন এ পেসার। ২১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল। ১ উইকেট নিয়েছেন শহীদুল।

এর আগে শাইনপুকুরের বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় মাথা তুলে দাঁড়াতে পারেনি শেখ জামাল। ইনিংস শেষ হবার ১৫ ওভার আগেই অলআউট তারা। সর্বোচ্চ ৪১ রান করেন জিয়াউর। ৬৩ বলে ২ চার-ছক্কায় ইনিংসটি সাজান জিয়াউর।  পুনিত বিশিত ২২, তানবীর হায়দার ১৪ ও নাসির হোসেন ১৩ রান করেন।  ধারাবাহিক ব্যর্থ ওপেনার তান্নার ব্যাট থেকে আজ এসেছে মাত্র ৬ রান। দ্যুতি ছড়াতে পারেননি ফারদীন ও সোহানও।

ভাগ্যদেবীকে পাশে পেয়ে আজ লো স্কোরিং ম্যাচ জিতে জয়ের খাতা খুলেছে শেখ জামাল। অন্যদিকে শাইনপুকুর এখনও প্রথম জয়ের খোঁজে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়