ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমে ফরমালিন রোধে কঠোর নীতিমালা প্রণয়ন দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমে ফরমালিন রোধে কঠোর নীতিমালা প্রণয়ন দাবি

নিজস্ব প্রতিবেদক : আমে ফরমালিনসহ ক্ষতিকারক অন্যান্য কেমিক্যাল ব্যবহার রোধে কঠোর নীতিমালা প্রণয়ন, প্রয়োগ ও  জনগণের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান।

রোববার ডিসিসিআই থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউএসএআইডি এগ্রিকালচার ভ্যালু চেইন প্রজেক্ট (ডিএআই) ডিসিসিআই মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে।

এ সময় আবুল কাসেম খান বলেন, পৃথিবীতে আম উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের ৭ম এবং প্রতি বছর প্রায় ১ মিলিয়ন টন আম বাংলাদেশে উৎপাদিত হয়। সাম্প্রতিক সময়ে আমাদের উৎপাদিত আমের চাহিদা বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে বৃদ্ধি পাওয়ায় দেশে বাণিজ্যিকভিত্তিতে আমের চাষ বেড়েছে।

তিনি আম উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়া আধুনিকায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের কৃষি বিশেষজ্ঞ, গবেষক এবং ব্যবসায়ী সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় ডিসিসিআই প্রাক্তন সহসভাপতি শোয়েব চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আম পাকানোর জন্য কেন্দ্রীয়ভাবে চেম্বার রয়েছে, যেটি দেশে এখনও গড়ে উঠেনি।|

তিনি আম পাকানো প্রক্রিয়া উন্নয়নের লক্ষ্যে দেশের বেসরকারি খাতকে সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ডিসিসিআই আহ্বায়ক মমিন উদ দৌলার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন খান, ডিসিসিআই সহসভাপতি হোসেন এ সিকদার, সমন্বয়কারী পরিচালক ইমরান আহমেদ, মহাসচিব এএইচএম রেজাউল কবির, ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাস, গ্রামীণফোন লিমিটেডের বিজনেস রিলেশন বিভাগের প্রধান আজিজুল আবেদীন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়