ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীর ৬ ওয়ালটন প্লাজা পেল সেরা করদাতার সম্মাননা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীর ৬ ওয়ালটন প্লাজা পেল সেরা করদাতার সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী বিভাগের সেরা মূল্য সংযোজন করদাতার (মূসক) সম্মাননা পেয়েছে রাজশাহীর ৬ ওয়ালটন প্লাজা।

 

শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ।

 

রাজশাহীর ৬ ওয়ালটন প্লাজা ছাড়াও আরো ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকেও এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সেরা করদাতাদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।

 

সম্মাননার তিন ক্যাটাগরির মধ্যে ব্যবসা খাতে এই সম্মাননা পেল ওয়ালটন। ওয়ালটনের ৬ প্লাজা হলো- রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার ওয়ালটন প্লাজা, বগুড়ার ঝাউতলা মোড়ের ওয়ালটন প্লাজা, চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দিরা মোড়ের ওয়ালটন প্লাজা, নাটোরের কানাইখালির ওয়ালটন প্লাজা, পাবনার গোপালপুরের ওয়ালটন প্লাজা ও সিরাজগঞ্জের এসএস রোডের ওয়ালটন প্লাজা।

 

 

রাজশাহীর সাহেববাজার ওয়ালটন প্লাজার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ম্যানেজার বানিজ মিয়া। বগুড়ার ওয়ালটন প্লাজার ক্রেস্ট গ্রহণ করেন ম্যানেজার আবু তাহের সিদ্দিকী। চাঁপাইনবাবগঞ্জের ওয়ালটন প্লাজার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, নাটোরের ওয়ালটন প্লাজার ক্রেস্ট গ্রহণ করেন ম্যানেজার রবিউল করিম, পাবনার ওয়ালটন প্লাজার ক্রেস্ট গ্রহণ করেন ম্যানেজার হাসিবুর রহমান। আর সিরাজগঞ্জের ওয়ালটন প্লাজার ক্রেস্ট গ্রহণ করেন ম্যানেজার রাশিদুজ্জামান রাসেল।

 

সম্মাননা পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- রাজশাহীর এসআর ইন্ডাস্ট্রি লিমিটেড, বগুড়ার আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলস, চাঁপাইনবাবগঞ্জের আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি, নাটোর এগ্রো লিমিটেড, পাবনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জয়পুরহাটের আরাফাত ট্রেডিং, রাজশাহী মিষ্টি বাড়ি, বগুড়ার এশিয়া সুইটমিট, চাঁপাইনবাবগঞ্জের নবাব মিষ্টান্ন ভাণ্ডার, নাটোর টাউন প্রেস, জয়পুরহাটের হোটেল স্বাদ ও পাবনার ইয়াকুব অটো সার্ভিস সেন্টার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটরের কমিশনার মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুঁইয়া প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১০ ডিসেম্বর ২০১৬/তানজিমুল হক/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়