ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের আলটিমেটাম

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের আলটিমেটাম

সিরাজগঞ্জ প্রতিনিধি : ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি বন্ধসহ ১২ দফা দাবি মানা না হলে ২৬ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ আলটিমেটাম দেন।

এ সময় নেতারা বলেন, ‘২৩ জানুয়ারি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক নামদার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী প্রমুখ।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২২ জানুয়ারি ২০১৭/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়