ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা কলেজ ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী সাময়িক বহিষ্কার

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা কলেজ ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার ১৯ নেতা-কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া শামীম, সালেহ আহমদ হৃদয়, সামাদ আজাদ জুলফিকার, হিরণ ভূঁইয়া, সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেন, মাহমুদুর রহমান সৈকত, আব্দুল আজিজ ফয়েজ, নাইম ইবনে আজাদ, তুহিন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মিল্টন খন্দকার, রানা ও সুজন।

২১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মামুন, রাসেল ও কাজল নামে তিনজন আহত হন। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উল্লিখিত নয়জনকে সাময়িক বহিষ্কার করে।

ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটিকে ঘিরে ক্যাম্পাসে দুটি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপের নেতৃত্বে আছেন কমিটির আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, অন্য গ্রুপের নেতৃত্বে হিরণ ভূঁইয়া।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়