ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মীনা’ কার্টুনের গেম ও অ্যাপ চালু

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মীনা’ কার্টুনের গেম ও অ্যাপ চালু

নিজস্ব প্রতিবেদক : শিশু ও কিশোরদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মীনা কার্টুন। ইউনিসেফের তৈরি ও প্রচার করা এই কার্টুন নিয়ে এবার গেম ও মোবাইল অ্যাপ চালু হয়েছে বাংলাদেশে।

 

ইউনিসেফের বাংলাদেশ কার্যালয়ের মুখপাত্র এএম শাকিল ফায়জুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে ইউনিসেফ বিশ্বের শিশুদের নিয়ে করা বিভিন্ন কাজের অগ্রগতি উদযাপন করছে। পাশাপাশি শিশুদের কাছে প্রয়োজনীয় সব তথ্য পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে তৈরি করা হয়েছে বহুল প্রচারিত মীনা কার্টুন নিয়ে গেম ও অ্যাপ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/আশরাফ/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়