ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী জার্মানি

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ১৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী জার্মানি

ক্রীড়া ডেস্ক : ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে বিধ্বস্ত করে শেষ পর্যন্ত স্বপ্নের শিরোপা জিতে নেয় জার্মানি। এবার রিও অলিম্পিকের ফাইনালে সোনা জয়ের যুদ্ধে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেল জার্মানরা। সেমিফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে আসরের ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

 

সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে বুধবার রাতে নাইজেরিয়ার মুখোমুখি হয় জার্মানি। মাঠের লড়াইয়ে সেরাটা ধরে রেখেই অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

 

শনিবার রিও অলিম্পিকের ফাইনালে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে নেইমারদের মুখোমুখি হবে জার্মানি। এবার তাদের হারাতে পারলে বিশ্বকাপে ৭-১ গোলে হারার ক্ষতে কিছুটা হলেও মলম লেপন করতে পারবে সেলেসারওরা।

 

বুধবার রাতে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই লুকাস ক্লুস্টারম্যানের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। তাকে গোল করতে সহায়তা করেন দলীয় অধিনায়ক ম্যাক্সিমিলিয়ান মেয়ার। এ সময় গোল শোধের চেষ্টা করলেও জার্মানির শক্তিশালী রক্ষণ দেয়ালে ফাটল ধরানো সম্ভব হয়নি নাইজেরিয়ার। অবশ্য ম্যাচের ৩১ মিনিটে দলটির চেলসি মিডফিল্ডার জন ওবি মিকেল গোলের চমৎকার এক সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেননি। ফলে প্রথমার্ধে এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

 

 

বিশ্রাম শেষে মাঠে নেমেও আধিপত্য ধরে রাখে জার্মানি। এ সময় গোল শোধে মরিয়া হয়ে ওঠে নাইজেরিয়া। সোনা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আফ্রিকান দল নাইজেরিয়া।

 

ব্যবধান ঘোচানো দূরের কথা, ৮৯ মিনিটে উল্টো আরেক গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে নাইজেরিয়া। জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন নিলস পিটারসন। ম্যাচের অন্তিম মুহূর্তে তার এই গোলের পর আর খেলায় ফেরা সম্ভব হয়নি নাইজেরিয়ার। ফলে ২-০ গোলের জয় নিয়েই অলিম্পিক ফাইনালের টিকিট পায় জার্মানি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৬/শামীম/পরাগ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়