ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ এই প্রথম...

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ এই প্রথম...

৫২ রান করার পথে শট খেলছেন মুশফিকুর রহিম। (ছবি: মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক : কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৭ বলে ৩ উইকেট হারালেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরই মধ্যে শ্রীলঙ্কার করা ৩৩৮ রান পেরিয়ে লিড নিয়েছে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশের ইনিংসে সাত ব্যাটসম্যান কমপক্ষে ৩০ রান করেছেন। বিদেশের মাটিতে কোনো টেস্ট ইনিংসে  বাংলাদেশের এমন ঘটনা এটাই প্রথম। দেশে ও বিদেশে মিলিয়ে এমন ঘটনা এ বার নিয়ে পঞ্চমবার।

ওপরের দিকে চার ব্যাটসম্যান তামিম ইকবাল ৪৯, সৌম্যর সরকার ৬১, ইমরুল কায়েস ৩৪ ও সাব্বির রহমান ৪২ রান করেছেন। কাল ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে ডাক মারেন তাইজুল ইসলাম। আজ মুশফিকুর রহিম আউট হয়েছেন ৫২ রান করে।

এই প্রতিবেদন লেখার সময় সপ্তম উইকেটে শতরানের জুটিতে ব্যাট করছেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। সাকিব সেঞ্চুরি তুলে ১০৪ ও অভিষিক্ত মোসাদ্দেক ফিফটি তুলে ৫২ রান নিয়ে ব্যাট করছিলেন। বাংলাদেশের রান পেরিয়েছে চারশ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়