ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাবা, তোমার জন্মদিনে || সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবা, তোমার জন্মদিনে || সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক

 

 

 

 

 

 

 

 

 



(দ্বিতীয় সৈয়দ হককে)

যে মুহূর্তে জন্ম নেয় প্রাণ পৃথিবীতে-
হোক সে মানবশিশু, বৃক্ষ, পশু পাখি-
তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড পেয়ে যায় তারা;
কম বেশি কিছুকাল এ সংসারে লোক
জীবনযাপন করে চিতাকাঠে ওঠে
কিম্বা কবরে মিলায়; গাছ মরে যায়,
পাখিরা পতিত হয় নীলাকাশ থেকে,
বনের সম্রাট সিংহ- সেও হয় হাড়।
তবু কিছু কথা থাকে, থাকে অতঃপর-
বৃক্ষ দেয় ছায়া, দেয় ফল ফুল, দেয়
ঘরের কাঠামো কাঠ, পাখির ডানায়
দেয় ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে আরো নীলিমায়
ওড়ার তাড়না, নির্বোধের উপমা যে
গরু- সেও হয় কৃষিকাজে সহযোগী,
সিংহের গর্জন হয় বীরকণ্ঠ বটে।
আর যে মানুষ, মানুষের জন্যে তারও
প্রাণ কাঁদে, গান বাঁধে, অস্ত্র হাতে নেয়,
সময়কে করে তোলে তারা সুসময়॥




রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়