ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করেছিল বিএনপি

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করেছিল বিএনপি

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের পরামর্শে একের পর এক পাটকল বন্ধ করেছিল বিএনপি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে পাটজাত পণ্য মেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পাটের উৎপাদন ও পাটকে প্রক্রিয়াজাত পাটচাষিদের কাছে আরো সহজ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য গবেষণা করা হচ্ছে এবং এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।

 


শেখ হাসিনা বলেন, যেহেতু পাটের মেধাস্বত্ব আমরা পেয়েছি। সেহেতু পাটের বহুমুখী ব্যবহারের জন্য গবেষণার সুযোগ রয়েছে। পাটের সোনালি দিন আবার ফিরে এসেছে। পাটের কোনো কিছুই ফেলা যায় না। যে পলিথিন নিয়ে এত চিৎকার, এখন পাটের পলিথিন আবিষ্কার হয়েছে, যা মাটির সঙ্গে মিশে যাবে। শুধু সুতা, ব্যাগ, বস্তা নয়, পাটের বহুমুখী ব্যবহার বেড়েছে। পাট থেকে পোশাক তৈরিও হচ্ছে। পাট এক দিকে কৃষিপণ্য অন্যদিকে পরিবেশবান্ধব।




রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/এসএন/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়