ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাজে অবহেলায় কাউকে ছাড় নয়

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাজে অবহেলায় কাউকে ছাড় নয়

ডেস্ক রিপোর্ট : মান বজায় রেখে যথা সময়ে সব উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কাজে অবহেলার জন্য দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামে রোববার বিকেলে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন মান বজায় রেখে নির্ধারিত সময় অবশ্যই কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

এর আগে শেখ হাসিনা ফলক উন্মোচনের মাধ্যমে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহে সক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করেন।

চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির (সিডব্লিউএএসএ) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বলেন, ১৯৮৮ সালের পরে চট্টগ্রামে কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে এটিই এ ধরনের কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন।

চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর চাহিদা পূরণে ২০০৬ সালে এই প্রকল্প গ্রহণ করে। জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি (জাইকা) অর্থায়নে ২০১০ সালে প্রকল্প কাজ শুরু হয়। গত নভেম্বরে দৈনিক নয় কোটি ত্রিশ লাখ লিটার পানি সরবরাহে সক্ষম এই প্ল্যান্টটির উৎপাদন কার্যক্রম শুরু হয়।

তথ্যসূত্র : বাসস



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়