ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্পেনের নতুন কোচ লোপেতেগুই

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২১ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনের নতুন কোচ লোপেতেগুই

জুলেন লোপেতেগুই

ক্রীড়া ডেস্ক : স্পেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন জুলেন লোপেতেগুই। ইউরোর পর দায়িত্ব থেকে সরে যাওয়া ভিসেন্তে দেল বস্কের স্থলাভিষিক্ত হলেন ৪৯ বছর বয়সি প্রাক্তন এই স্প্যানিশ গোলরক্ষক।

 

বৃহস্পতিবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লোপেতেগুইয়ের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

 

ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোর নকআউট পর্বে ইতালির কাছে হেরে স্পেনের হ্যাটট্রিক শিরোপার স্বপ্নটা হতাশায় রূপ নেয়। তাই অনেকটা আক্ষেপ নিয়েই আট বছরের স্পেন-অধ্যায়ের ইতি টানেন দেল বস্ক। এবার তারই স্থালাভিসিক্ত হলেন লোপেতেগুই।

 

লোপেতেগুই এর আগে রায়ো ভায়েকানো, রিয়াল মাদ্রিদ ‘বি’ টিম ও পোর্তোর কোচের দায়িত্ব পালন করেছেন। স্পেনের অনূর্ধ্ব-১৭, ১৯, ২০ আর ২১ দলকেও কোচিং করিয়েছেন তিনি। ২০১২ সালে স্পেন অনূর্ধ্ব-১৯ দল ও পরের বছর স্পেন অনূর্ধ্ব-২১ দলকে ইউরোপিয়ান ফুটবলের শিরোপাও জেতান। এবার তিনি সিনিয়র দলের কোচ হিসেবে কেমন করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়