ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ইসলামী জনতার প্রেরণার উৎস ছিলেন মাওলানা মহিউদ্দীন’

এমএন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৯ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইসলামী জনতার প্রেরণার উৎস ছিলেন মাওলানা মহিউদ্দীন’

নিজস্ব প্রতিবেদক : ‘মাসিক মদীনার সম্পাদক মওলানা মহিউদ্দীন খান ছিলেন যেকোনো সংকটময় পরিস্থিতিতে ইসলামী জনতার প্রেরণার উৎস।’

 

শুক্রবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে মাসিক মদিনার সম্পাদক ‘হযরত মাওলানা মহিউদ্দীন খান (রহ.) এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে এ কথা বলেন বক্তারা।

 

বক্তারা বলেন, ‘দেশের ও বহির্বিশ্বের চলমান রাজনীতির প্রতি সম্পূর্ণ সচেতন থেকে তিনি সাহিত্যাঙ্গনে ইসলামের খেদমতকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি বাংলা সাহিত্যে সীরাতুন্নবী (সা.) চর্চার পথিকৃত ছিলেন। স্বাধীনতার আগে থেকে মাসিক মদীনা এবং পরবর্তিতে সাপ্তাহিক মুসলিম জাহানের সমৃদ্ধ প্রকাশনা তাকে দেশের ইসলামী জনতার মণিকোঠায় স্থান দিয়েছে।’

 

তারা আরো বলেন, ‘সাম্প্রতিককালে ইসলামী অঙ্গনের লেখক, অনুবাদক, সাংবাদিক ও সাহিত্যকর্মীদের মাঝে এমন কেউ নেই যিনি মওলানা মুহিউদ্দীন খানের সান্নিধ্য লাভে ধন্য হননি। ছাত্রজীবন থেকে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং কর্মজীবনে ইসলামী রাজনীতির অঙ্গনে তার সরব উপস্থিতি থাকলেও কখনো ক্ষমতার রাজনীতিতে নিজেকে কলুষিত করেননি। বাংলা ভাষার ইসলামী সাহিত্যে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।’

 

ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির প্রিন্সিপাল মুহাম্মদ শওকাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৬/এমএন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়