ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানিকগঞ্জে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১৩ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিকগঞ্জে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

রায়হানের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা (ছবি : লিটন)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় সেফটিক ট্যাংকের চাক বসাতে গিয়ে মাটিচাপায় রায়হান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে।

 

ফায়ার সার্ভিসের মানিকগঞ্জ স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন জানান, উত্তর সেওতা এলাকার খলিলুর রহমানের বাড়িতে রায়হানসহ আরো ৪ জন শ্রমিক সেফটিক ট্যাংকে কাজ করছিল। সকাল ১১ টার দিকে ট্যাংকের ২০ ফিট নিচে চাক বসানোর সময় রায়হান মাটি ধসে চাপা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত রায়হান মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

 

 



রাইজিংবিডি/মানিকগঞ্জ/১৩ এপ্রিল ২০১৫/আশরাফুল আলম লিটন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়