ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈশ্বরদীতে ভেজাল পণ্যের কারখানা

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈশ্বরদীতে ভেজাল পণ্যের কারখানা

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে লাচ্ছা সেমাই, ভেজাল হর্স ফিলিংস, বিভিন্ন যৌন উত্তেজক বোতলজাত পানীয়, খাবার স্যালাইনসহ বিভিন্ন প্রকারের নকল পণ্য তৈরির কারখানা আবিষ্কার করেছে বিএসটিআই।

 

শনিবার দুপুরে শহরের নূর বাজার এলাকায় শফিকুর রহমান অপু নামের এক ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার এসব ভেজাল পণ্য উদ্ধার করা হয়।

 

বিএসটিআই এর রাজশাহী জোনের পরিচালক এবিএম মোর্তজা হোসেন শাহ, উপপরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম, মাঠ কর্মকর্তা আশিকুজ্জামান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

 

বিএসটিআই এর রাজশাহী জোনের পরিচালক এবিএম মোর্তজা হোসেন শাহ জানান, অভিযানে প্রায় ১ কোটি টাকার ভেজাল মালামাল উদ্ধার করে জনসম্মুখে তা আগুন ধরিয়ে ধবংস করা হয় এবং ওই কারখানাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী শফিকুর রহমান অপুর নিকট থেকে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

 

 

রাইজিংবিডি/পাবনা/১১ জুলাই ২০১৫/শাহীন রহমান/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়