ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবারও লাইনচ্যুত সেই মালবাহী ট্রেন

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৩০ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও লাইনচ্যুত সেই মালবাহী ট্রেন

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের আউটারে সেই মালবাহী ট্রেনের একটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল সেয়া ৫টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

 

রেলওয়ের কমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রামগামী সেই মালবাহী ট্রেনের একটি বগি আবারো লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

এর আগে দুপর ১টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে ওই মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে ২ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।

 

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/৩০ জুলাই ২০১৫/সমীর চক্রবর্তী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়