ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সরকারি কর্মকর্তাদের দক্ষ ও উপযুক্ত হতে হবে’

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৫ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকারি কর্মকর্তাদের দক্ষ ও উপযুক্ত হতে হবে’

সচিবালয় প্রতিবেদক : ‘সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তাদের দক্ষ, যুগোপযোগী এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হতে হবে। পৃথিবীর যেকোনো দেশের আমলাতন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে।’ 

 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফিডব্যাক সেমিনারে যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সেমিনারে ইতালির তুরিনে আইএলও সদর দফতরে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।

 

তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনার করার দক্ষতা অর্জন করতে হবে আমাদের। কর্মকর্তাদের দক্ষতা অর্জনে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। এসব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে অনেক কর্মকর্তাকে বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তির ব্যবহার ও দারিদ্র বিমোচন কৌশল প্রভৃতি বিষয়ে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় যথোপযুক্ত প্রশিক্ষণ অব্যাহত রেখেছে সরকার।’

 

বর্তমান সরকারের সময়ে ৫০০ কর্মকর্তাকে মাস্টার্স ও ডিপ্লোমা কোর্সে অধ্যয়নের জন্য বিদেশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

সেমিনারে বক্তব্য রাখেন জনপ্রশাসন সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসনের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, কাজী রওশন আক্তার, ড. হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

 

জনপ্রশাসন সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, ‘আগামী দিনের স্বপ্নের যাত্রায় যেন কোনো বাধার সৃষ্টি না হয়, সেজন্য কর্মকর্তাদের যোগ্য এবং দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে । কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে পুরোপুরি কাজে লাগাতে হবে।’

 

 অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান বলেন, ‘প্রশিক্ষণের অভিজ্ঞতা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৫/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ