ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পৌর নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : দীপু মনি

জি এম শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৫ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৌর নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি : পৌর নির্বাচন নিয়ে মিথ্যাচার করে বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। সরকারও তাদের সহযোগিতা করছে । তবুও বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে। অথচ সরকারি দল আওয়ামী লীগের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সরকারের এমপি মন্ত্রীরা নির্বাচনী প্রচারনায় নামতে না পারলেও বিএনপির সব নেতারাই প্রচারনায় নামতে পারছে । এ ক্ষেত্রে সরকারি দলের চেয়ে বরং বিএনপি বেশি সুয়োগ পাচ্ছে ।

তিনি বলেন, বিএনপি উন্নয়ন আর গণতন্ত্র বিশ্বাস করে না । তাই পৌর নির্বাচনের আগে নানাভাবে অপপ্রচারে ব্যস্ত রয়েছে । দেশের মানুষ শান্তিতে আছে। তাই আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হবে জনগণের ভোটে ।

এ সময় সিভিল সার্জন রথীন্দ্রনাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খান, বিএমএ সভাপতি ডা. হারুন অর রশিদ সাগর, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী মাসুমসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/চাঁদপুর/১৫ ডিসেম্বর ২০১৫/জি এম শাহীন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়