ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছুটির ফাঁদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৬ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছুটির ফাঁদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে বুধবার ভোর থেকে মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও আশপাশ এলাকার কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়, আবার কোথাও কোথাও যানবাহন চলছে ধীরগতিতে।

 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে মহাসড়কে হঠাৎ করে যানবাহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যার পর কুয়াশা পড়তে থাকে। রাতে ঘন কুয়াশা পড়ে। এতে যানজট বাড়ে। একপর্যায়ে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি আবু দাউদ ও গোড়াই হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির জানান, শিল্প কারখানার শ্রমিকরা ৩ দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরছে। এর কারণে মঙ্গলবার রাত থেকেই মূলত মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। বুধবার সকাল থেকে এ চাপ আরো বাড়ে। তবে যানবাহন কোথাও থেমে নেই, ধীর গতিতে গাড়ি চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমে আসছে বলে জানান তারা।

 

 

 

রাইজিংবিডি/গাজীপুর/১৬ ডিসেম্বর ২০১৫/হাসমত আলী/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়