ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাইজেরিয়ায় বিচারের মুখোমুখি চার বাংলাদেশি

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১৬ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইজেরিয়ায় বিচারের মুখোমুখি চার বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে অপরিশোধিত তেল পাচারের অভিযোগে নাইজেরিয়ায় আটক চার বাংলাদেশিকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত কারোরই নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত মার্চে নাইজেরিয়ার লাগোস লেগুন এলাকার একটি জাহাজে অবৈধভাবে  ৩ হাজার ৪২৩ টন অপরিশোধিত তেল ওঠানোর সময় নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও চারজন বাংলাদেশের নাগরিক। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছে। নাইজেরিয়ার আইন অনুযায়ী, প্রতিটি অভিযোগের শাস্তি পাঁচ বছর করে কারাদণ্ড। তবে একই সময়ে বিচারাধীন হওয়ায় মঙ্গলবার তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা চাইলে ১ লাখ ডলার জরিমানা প্রদান করে দণ্ড থেকে মুক্তি পেতে পারবেন। যে জাহাজটিতে করে তেল পাচার করা হচ্ছিল সেটি জব্দ করেছে সরকার।

প্রসঙ্গত, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রতিবছর পাইপলাইন থেকে শতকোটি ডলারের তেল চুরি করে পাচারকারীরা। তাই তেল চুরির মামলা নাইজেরিয়ায় সাধারণ ঘটনা। অনেক ক্ষেত্রেই জরিমানা দিয়ে পাচারকারীরা কারাদণ্ড এড়িয়ে যায়।

 

 



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৫/শাহেদ/এএন 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়