ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

একমাত্র পুলিশের কোন কর্মঘণ্টা নেই : প্রধানমন্ত্রী

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একমাত্র পুলিশের কোন কর্মঘণ্টা নেই : প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক : পুলিশ একমাত্র প্রতিষ্ঠান যাদের কোন কর্মঘণ্টা নেই। দিন-রাত তাদের পরিশ্রম করতে হয়। যখন-যেখানে ডাক পড়ে সেখানেই ছুটে যতে হয়- এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুননেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তার আগে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর আলোচনায় অংশগ্রহণ করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন দায়িত্ব।’

 

তিনি আরও বলেন, ‘পুলিশ মনে হয় একমাত্র প্রতিষ্ঠান যাদের কোন কর্মঘণ্টা নেই। দিন-রাত তাদের পরিশ্রম করতে হয়। যখন-যেখানে ডাক পড়ছে সেখানেই তারা ছুটে যাচ্ছে। তাই তাদের এই কাজের পর বিশ্রাম নেয়াটা একান্ত প্রয়োজন।’

 

তিনি বলেন, ‘আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের জন্য কোন ব্যারাক ছিল না। যা ছিল টিনের চালা, বৃষ্টি এলেই পানি পড়ে। কিন্তু আমরা বহুতল ভবন নির্মাণ করে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে শুরু করি। বতর্মানে আমরা পদক্ষেপ নিয়েছি, দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত পুলিশের জনবল বৃদ্ধি করছি। অপরদিকে তাদের আবাসন ব্যবস্থা যতটুকু আছে তা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হচ্ছে। তাদের আবাসন সমস্যা নিরসনে আমরা পদক্ষেপ নিয়েছি এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়