ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের পেস আক্রমণে উদ্বিগ্ন নন রোহিত

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের পেস আক্রমণে উদ্বিগ্ন নন রোহিত

রোহিত শর্মা

ক্রীড়া ডেস্ক : দীর্ঘদিন পর এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে আবারও মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই শক্তিশালী প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই দ্বৈরথ শুরুর আগে চলছে দুই দলের শক্তির চুলচেরা বিশ্লেষণ।

 

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে  সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন ভারতের অন্যতম ব্যাটসম্যান রোহিত শর্মা।

 

পাকিস্তানের ঐতিহ্যগত শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে রোহিতের বক্তব্য, ‘পাকিস্তানের বোলিং অ্যাটাক সত্যিই অসাধারণ। তাদের বোলিংয়ে সেরাটা নিয়ে সন্দেহ নেই। তবে আমরাও আমাদের সেরাটা দেখাতে চাই এবং পরিকল্পনা মতো এগুতে চাই। আমাদের শক্তি হচ্ছে ব্যাটিং এবং উইকেটে বেশি থিতু হওয়া। সেটার দিকেই নজর থাকবে আমাদের।’

 

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য। সেগুলো উল্লেখ করে রোহিত বলেন, ‘প্রতিটি দলের কিছু নিজস্ব ধরন রয়েছে। তাদের শিবিরে ভালো মানের বাঁ হাতি পেসার রয়েছে। বিপরীতে আমাদের শিবিরেও ক্ষমতাশীল এবং বৈচিত্র বোলিং অ্যাটাক রয়েছে।’

 

নিষেধাজ্ঞা কাটিয়ে আসা প্রতিভাবান আমিরকে নিয়ে রোহিতের বক্তব্য, ‘আমি তার বিপক্ষে পূর্বে খেলেছি। তবে সে ভিন্ন একজন বোলার। এবার তাকে নতুন রূপে দেখা যেতে পারে। তবে আমরা প্রত্যেকের বিপক্ষেই প্রস্তুতি নিচ্ছি, শুধু বিশেষ একজনকে ঘিরে নয়। আমাদের ভালোভাবে প্রস্তুত হয়ে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ভবিষ্যত নিয়ে ততোটা ভাবছি না। তবে জয়ের জন্য সম্ভব্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

 

মিরপুরের পেস সহায়ক বোলিং পিচ নিয়ে রোহিত বলেন, ‘টি-টোয়েন্টি ইনিংসে কোনো কিছুই সহজ নয়। বিশ্বজুড়ে এই ধরনের পিচ খুব বেশি দেখা যায় না। তবে যাহোক এই পিচেই আমাদের খেলতে হবে। আমি টিম মিটিংয়ে বলেছি, যে কোনো একজন টপ-অর্ডার যতক্ষণ সম্ভব টিকে ব্যাটিং করতে হবে। বাকি কাজটা করতে হবে বোলারদের। আশা করছি তারাও আমাদের নিরাশ করবে না।’ 

 

শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জের কথা জানিয়ে রোহিতের বক্তব্য, ‘মিরপুরের পিচ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। উইকেট হারালেও আমরা এখনো বড় স্কোর গড়ার সক্ষমতা রাখি। আমাদের পরিপূর্ণ দলটি চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশের বিপক্ষে আমাদের মিডল অর্ডাররা চমৎকার খেলেছে। ওই ম্যাচে হার্দিক নিজের সেরাটা দেখিয়েছে। একজন ব্যাটসম্যান হিসেবে নিজের কৌশল কাজে লাগিয়ে পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শামীম/আমিনুল/বকুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়