ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বিএনপি সমর্থকদের নির্বাচনী অফিস ভাঙচুর

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বিএনপি সমর্থকদের নির্বাচনী অফিস ভাঙচুর

ভাঙচুর করা নির্বাচনী অফিস

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার রূপসার নৈহাটী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোল্লা সাইফুর রহমানের বাড়ির কাছে নির্বাচনী সভা চলাকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে।

এ সময় কয়েকজনকে মারধরও করা হয়। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে রূপসার নৈহাটী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোল্লা সাইফুর রহমানের বাড়ির কাছে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন একই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন বুলবুলের সমর্থকরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে রামনগরস্থ আকবরের মোড়ে বিএনপির মনোনীত সদস্য প্রার্থী মো. আবু সাঈদ গাজীর নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

এদিকে একই ওয়ার্ডের আরেক সদস্য প্রার্থী শেখ সাগর বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফ মোল্লা ও সদস্য প্রার্থী সাঈদ গাজীর সমর্থকদের মারধর করেন। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

 

 


রাইজিংবিডি/খুলনা/২৮ ফেব্রুয়ারি ২০১৬/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়