ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৈশাখী উৎসব

প্রশাসনিক সিদ্ধান্ত বাতিলের দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১২ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশাসনিক সিদ্ধান্ত বাতিলের দাবি

অ্যাডভোকেট সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখের দিন  বিকেল ৫টার পর জনগণ উন্মুক্ত স্থানে থাকতে পারবে না – প্রশাসনিক এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। পয়লা বৈশাখ উদযাপনে নারীদের নিরাপত্তা জোট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

তিনি বলেন, ‘এ বছর পয়লা বৈশাখ উদযাপনে বিকেল ৫টার মধ্যে সকলকে ঘরে ফিরে যেতে হবে। এটা মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন।’

 

সুলতানা কামাল বলেন, ‘রাষ্ট্র কিন্তু অঙ্গীকারবদ্ধ যে তারা ২৪ ঘণ্টাই নারী পুরুষের নিরাপত্তা দিবে । সাংবিধানিকভাবে বলা হয়েছে, কোনো পাবলিক প্লেসে নারী গেলে তাকে নিরাপত্তা দিবে সরকার। সরকার নিরাপত্তা দিতে পারবে না এমন কথা কোথাও লেখা নেই ।’

 

তিনি বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় এই নিষেধাজ্ঞা এমন এক সরকার দিয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ধর্ম নিরপেক্ষতা ও গণতান্ত্রিক দাবি করে উৎসব পালনের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমরা দাবি করছি মুক্তমনা মানুষের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত বাতিল করবে।’

 

তিনি বলেন, ‘পয়লা বৈশাখ আয়োজনের প্রাক্কালে নারী নিরাপত্তা জোট থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিকেল ৫টার পর জনগণ উন্মুক্ত স্থানে থাকতে পারবে না এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করা হোক, উন্মুক্ত স্থানগুলো যেন নারী পুরুষ সকলের চলাচলের উপযোগী থাকে তার ব্যবস্থা করতে হবে। নারীর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, প্রতিটি নারী নির্যাতনের  ঘটনার অপরাধীকে বিচারের মুখোমুখি করতে হবে।’

 

সংবাদ সম্মেলনে অ্যাকশান এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির বলেন, উৎসবের রেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা  থাকব। এটা আমাদের মৌলিক অধিকার। এটাকে খর্ব হতে দিবেন না।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান,এইড সার্ভাইবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহম্মেদ ও লেখক জাহানারা নুরী।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৬/আরিফ সাওন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়