ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিদেশে দূতাবাসের ভবন নির্মাণের পরামর্শ প্রধানমন্ত্রী

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১২ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশে দূতাবাসের ভবন নির্মাণের পরামর্শ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দূতাবাস অথবা চ্যান্সরি কমপ্লেক্সের জন্য নিজস্ব ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ভাড়া বাসায় দূতাবাস চললে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তাই যেখানে জমি আছে, সেখানে হাইকমিশন, দূতাবাস অথবা চ্যান্সরি কমপ্লেক্সের নিজস্ব ভবন নির্মাণ করতে হবে।

 

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী বলেন- সব দেশেই নিজস্ব ভবনে বাংলাদেশের দূতাবাসগুলো পরিচালনা করতে হবে।’

 

বৈঠকে ৩ হাজার ৫৮৪ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ চ্যান্সরি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ৪৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

 

বৈঠকে ‘২০১৮ সালের মধ্যে ৯০ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেব’ বলেও প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া দেশে যেসব ওভারলোডেড ট্রান্সমিটার আছে, সেগুলো প্রতিস্থাপন করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

বৈঠকে ৭৯৯ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৭০ হাজার ওভারলোডেড ট্রান্সফরমার প্রতিস্থাপনের একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৬/হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়