ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাংনীর ষোলটাকা কেন্দ্রে ফাঁকা গুলি, সহড়াবাড়ীয়ায় সংঘর্ষ

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৭ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাংনীর ষোলটাকা কেন্দ্রে ফাঁকা গুলি, সহড়াবাড়ীয়ায় সংঘর্ষ

ষোলটাকা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগে বেলা সাড়ে ১১ টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে এজেন্টের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

এদিকে বেলা ১২টার দিকে ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টার সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে পালিয়ে যায় কেন্দ্র দখল করতে আসা লোকজন। এসময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থী আয়ুব আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে।
 
সকালে ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলীর এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেয় আওয়ামী লীগ প্রার্থী আমিনুল ইসলাম দেলবারের কর্মীরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়। এদের মধ্যে ষোলটাকা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গোলযোগের পর কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম।


রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৬/মহাসিন আলী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়