ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফতুল্লায় মাশরাফির ঝোড়ো সেঞ্চুরি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফতুল্লায় মাশরাফির ঝোড়ো সেঞ্চুরি

মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক : ২০০১ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেটে অভিষেক। এরপর ১৫ বছরের দীর্ঘ পথচলা। এই পথচলায় আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে মাশরাফির সঙ্গী ২০৫টি লিস্ট ‘এ’ ম্যাচ।

 

২০৫ ম্যাচে বল হাতে উইকেট ২৭৮টি। ব্যাট হাতে রান ১ হাজার ৪৩৩। সর্বোচ্চ রান ৬৯, ২০০৯ সালে আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে। নামের পাশে যুক্ত আরো ছয়টি হাফ সেঞ্চুরি।

 

ব্যাট হাতে লেট অর্ডারে নামেন বলে বড় ইনিংস খেলার সুযোগ পান না মাশরাফি। তবে সুযোগ পেলে যে পুষিয়ে দেন সেটা বরাবরই দেখে এসেছে ক্রিকেটপ্রেমিরা। তেমনই একটি নিদর্শনের দেখা মিলল শনিবার।

 

ব্যাট হাতে দানব হয়ে ওঠা মাশরাফি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ৫০ বলে সেঞ্চুরি ও ৫১ বলে করেছেন ১০৪ রান।

 

পুরো ইনিংসে হাওয়ায় ভাসিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন ১১ বার। মাটি কামড়ে বল বাউন্ডারি ছুঁয়েছে ২ বার। সব মিলিয়ে শনিবার ফতুল্লায় চলেছে মাশরাফির ব্যাটিং রাজত্ব।

 

কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক মাশরাফি শেখ জামালের বোলারদের ধুঁয়ে দিয়েছেন ২২ গজের ক্রিজে। শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহর বলে ছয় মেরে হাফ সেঞ্চুরি ৩৫ বলে। পরের ৫০ রান এসেছে মাত্র ১৫ বলে! হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর ক্রিকেট বল যেন ফুটবলের মতো দেখছিলেন মাশরাফি!

 

পেসার মুক্তার আলীর করা ইনিংসের ৪৬তম ওভারে তিন ছয়, ৪৮তম ওভারে স্পিনার ওয়াহিদুল আলমের ওভারে চার ছয়। ওই ওভারেই পেয়ে যান সেঞ্চুরি। ৯৮ থেকে ১০৪-এ পৌঁছেছেন বড় ছয় হাঁকিয়ে। সেঞ্চুরির পর উল্লাস নেই! শুধু ছিল দলকে আরো কিছু দেওয়ার আপ্রাণ চেষ্টা।

 

সেই চেষ্টায় স্কোরবোর্ডে আর কোনো রান যোগ করতে না পারলেও মাশরাফির ঝড়ে কলাবাগান পেয়ে যায় ৩১৬ রানের বিশাল সংগ্রহ। সেঞ্চুরির পর শফিউল ইসলামের বলে মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাতীয় দলের সীমিত পরিসরের অধিনায়ক।



 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৬/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়