ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ব্রিটেনের জন্য বাংলাদেশ ও সিলেট গুরুত্বপূর্ণ’

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৬ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্রিটেনের জন্য বাংলাদেশ ও সিলেট গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দা সুরাইয়া জাহান বলেছেন, দীর্ঘদিন ধরে সিলেটের সঙ্গে ব্রিটেনের শক্তিশালী যোগাযোগ রয়েছে। ব্রিটেনের জন্য বাংলাদেশ ও সিলেট খুবই গুরুত্বপূর্ণ।

 

সুরাইয়া জাহান সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে রোববার দুপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

তিনি আরো বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে বিদেশিরা বিনিয়োগ করলে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ব্যবসার মান বৃদ্ধির জন্য বিদেশি অংশীদারিত্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটেনে বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা রয়েছে। দুই দেশের সম্পর্ক যখন দৃঢ় হবে, তখন ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ বেড়ে যাবে।

 

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, মো. লায়েছ উদ্দিন, পিন্টু চক্রবর্তী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান, মো. বশিরুল হক, প্রাক্তন পরিচালক মুশফিক জায়গীরদার, চেম্বারের সেক্রেটারী মো. গোলাম আকতার ফারুক প্রমুখ।

 

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশ সরকার বাংলাদেশি ব্যবসায়ীদের কিভাবে আরো বেশি সহযোগিতা করতে পারে, এমন বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

রাইজিংবিডি/সিলেট/২৬ জুন ২০১৬/রফিকুল ইসলাম কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়