ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জলের সঙ্গে অভিমান || রবিশঙ্কর মৈত্রী

রবিশঙ্কর মৈত্রী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলের সঙ্গে অভিমান || রবিশঙ্কর মৈত্রী

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রাতের কাছে এসে দেখছি
এখনো সে রাত্রি হয়নি;
আমি দিনের গন্ধ ধুয়ে ফেলেছি তবু
চোখের মধ্যে রোদ্দুর জেগে আছে
রাতের কাছে এসে কাতর হয়েছি
রাত্রি এখনো শয্যা পাতেনি।
আমি বিষণ্ন একটি দিন সাঁতরে এসে
দিনের শ্রান্তি মুছতে চেয়েছি
রাত্রি বড়োই নিষ্ঠুর স্বার্থকামী
আরেকটি দিনের জন্ম দেবে বলে
রাত্রি আমাকে ঘুমাতে দেয়নি।


রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়