ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোমূত্রে স্বর্ণ আছে!

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোমূত্রে স্বর্ণ আছে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের বিখ্যাত গির প্রজাতির গরুর মূত্রে স্বর্ণ রয়েছে। চার বছর গবেষণার পর জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ  তথ্য জানিয়েছেন।

 

গবেষকরা ৪০০ গির গরুর মূত্র পরীক্ষা করে দেখেছেন প্রতি এক লিটার মূত্রে তিন থেকে ১০ মিলিগ্রাম স্বর্ণ রয়েছে। আর এ স্বর্ণ মূত্রে দ্রবীভূত অবস্থায় রয়েছে। ড. বি এ গোলাকিয়ার নেতৃত্বে গবেষকরা ক্রোমাটোগ্রাফি-ম্যাস স্পেক্ট্রোমেট্রি প্রক্রিয়ায় গ্যাস ব্যবহার করে এ ফল পেয়েছেন।

 

ড. বি এ গোলাকিয়া বলেন, আমরা প্রাচীন ধর্মগ্রন্থ ও চিকিৎসা পুস্তক থেকে গোমূত্রে স্বর্ণ থাকার শুনে আসছি। তবে বিষয়টি প্রমাণের জন্য কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ ছিলো না। আমরা  ৪০০ গির গরুর মূত্রের নমুনা পরীক্ষা করে স্বর্ণের অস্তিত্ব পেয়েছি।  রাসায়নিক প্রক্রিয়ায় মূত্র থেকে এই স্বর্ণ পৃথক করা সম্ভব।

 

গোলাকিয়া জানান, গির গরুর মূত্র মানুষের চিকিৎসায় ও গাছের রোগ-বালাই দমনে কীভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে তার গবেষণা শুরু করেছেন। এছাড়া ভারতে থাকা আরো ৩৯ প্রজাতির মূত্রে স্বর্ণ রয়েছে কি না সে বিষয়টিও এবার পরীক্ষা করে দেখা হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়