ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪ জুলাই ব্যাংকের কিছু শাখা খোলা

এমএন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ২৮ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ জুলাই ব্যাংকের কিছু শাখা খোলা

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৪ জুলাই ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ছাড়করণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় পোশাকশিল্প এবং শপিংমল এলাকাসংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এর আগে ২ ও ৩ জুলাই পোশাকশিল্প অঞ্চল-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৬/এমএন/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়