ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভিজিএফের চাল

ওজনে কম দেওয়ার অভিযোগে পৌর মেয়র আটক

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৩০ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওজনে কম দেওয়ার অভিযোগে পৌর মেয়র আটক

মেয়র মিজান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরভবন থেকে তানোর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মেয়র মিজান উপজেলা যুবদলের সভাপতি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবদুস সালাম তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেয়র মিজানকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, আসছে ঈদুল-ফিতর উপলক্ষে বৃহস্পতিবার তানোর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। দুপুরের দিকে বেশ কয়েকজন ব্যক্তি তার কাছে অভিযোগ করেন, চাল ওজনে কম দেওয়া হচ্ছে। এরপরই তাকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

তিনি আরো জানান, ওজনে কম দেওয়ার অভিযোগে মেয়র মিজানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

 


রাইজিংবিডি/রাজশাহী/৩০ জুন ২০১৬/তানজিমুল হক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়