ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শরীয়তপুরে ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা

মো. জামাল মল্লিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৩০ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীয়তপুরে ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা

সিলগালা করা ডায়াগনিস্টিক সেন্টার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে অবৈধ ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

 

কোনো অনুমোদন না থাকায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদলত  ডায়াগনেস্টিক সেন্টারটি সিলগালা করে দেন।

 

সরেজমিন ঘুরে জানা যায়, দীর্ঘ দিন ধরে জেলা সদরের চৌরঙ্গীর মোড়ে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে গড়ে তোলেন শরীয়তপুর ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টারটি।

 

এই ডায়াগনেস্টিক সেন্টারে অতিরিক্ত টেস্ট দিয়ে রোগীদের ঠকানোর অভিযোগ উঠে। পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রোগীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করেন।

 

 

সিভিল সার্জন অফিস ও রোগীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশফিকুর রহমান ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালান।

 

অভিযান চলাকালে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

 

 

 

রাইজিংবিডি/শরীয়তপুর/৩০ জুন ২০১৬/মো. জামাল মল্লিক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়