ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবির প্রসপেক্টাস : প্রথম রাষ্ট্রপতি জিয়া!

মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির প্রসপেক্টাস : প্রথম রাষ্ট্রপতি জিয়া!

ঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসপেক্টাসে বিএনপি প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে উপাচায অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রসপেক্টাসটি বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে টিএসসিতে আলোচনা সভায় বইটি বাতিল ঘোষণা করা হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি দায়িত্বশীল জায়গায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় এর তীব্র প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের সদস্য সুভাষ সিংহ রায়।

 

প্রসপেক্টাসটির ১৯ নম্বর পৃষ্ঠায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমান হল প্রসঙ্গে জিয়াউর রহমানের পরিচয় দেওয়া হয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে। এটি লেখেন ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান।

 

 

শুধু তাই নয়, এর ১৩ নম্বর পৃষ্ঠায় জগন্নাথ হলের বর্ণনা দিতে গিয়ে লেখা হয়, বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় ও উপজাতি ছাত্রদের জন্য এই হল প্রতিষ্ঠিত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৬/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়