ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উভয় বাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২১ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উভয় বাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

 

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ৮ শতাংশ লেনদেন কমেছে। শুরুতে সূচক সামান্য বৃদ্ধির প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ২০ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির দর।

 

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে।

 

অন্যদিকে সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

 

রোববার দিবসের শুরুতে সূচক সামান্য বৃদ্ধি প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৬/আশিক/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়