ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারত-ও.ইন্ডিজ চতুর্থ টেস্ট ড্র

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২২ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত-ও.ইন্ডিজ চতুর্থ টেস্ট ড্র

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদে সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামার আগেই সুসংবাদ পায় ভারত।

 

তারা টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান নেয়। কিন্তু দ্বিতীয় অবস্থানে থেকে চোখ রাঙাতে থাকে পাকিস্তান।

 

এক নম্বর অবস্থান ধরে রাখতে হলে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্টে জিততেই হবে ভারতকে। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি।

 

টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলতে পারে। এরপর বৃষ্টি এসে হানা দেয়। সেই বৃষ্টির কারণে প্রথম দিন আর কোনো খেলা হয়নি।

 

শুধু প্রথম দিন কেন? বৃষ্টির কারণে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের খেলা মাঠেই গড়াতে পারেনি! ফলে নিষ্প্রাণ ড্র হয় ত্রিনিদাদ টেস্টটি। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের কাছে ভারত তাদের শীর্ষস্থান হারায়। ভারতকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল বনে যায় পাকিস্তান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৬/আমিনুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়