ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্সেল-যায়যায়দিন টি২০ বিশ্বকাপ-২০১৬ কুইজের ড্র অনুষ্ঠিত

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ২৩ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল-যায়যায়দিন টি২০ বিশ্বকাপ-২০১৬ কুইজের ড্র অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : অনুষ্ঠিত হলো খ্যাতনামা বিপনন প্রতিষ্ঠান মার্সেল এবং  দৈনিক যায়যায়দিন আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ কুইজ প্রতিযোগিতার ড্র।  এতে দুটি পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

গতকাল সোমবার যায়যায়দিন মিডিয়া ভবনে অনুষ্ঠিত কুইজের  ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের (মার্সেল) নির্বাহী পরিচালক (পাবলিক রিলেশন এবং মিডিয়া) মো. হুমায়ুন কবীর এবং সিনিয়র অফিসার মো. পারভেজ।  এ সময় দৈনিক যায়যায়দিনের কো-অর্ডিনেটর গোলাম ফারুক আলমও উপস্থিত ছিলেন ।

 

সকলের উপস্থিতিতে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ড্র অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তীতে আরো একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।

 

বিজয়ীদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হলো-

 

মার্সেল- প্রথম পর্ব

 

পঞ্চম পুরষ্কার : ৫টি

 

বিজয়ীরা হলেন-

 

১. জাহানারা আক্তার (০১৮৭৪৩৯৩৬২৩)

২. আলমগীর (০১৯৪৪৪৩৭২০৫)

৩. রাবেয়া (০১৭৬৬২৪২৯৬৬)

৪. আকালী (০১৬৭৬০৪০৮৪৯)

৫. হাবিব উল্লাহ (০১৭২২৯৬৪৬০৮)

 

চতুর্থ পুরস্কার ( ৩টি) বিজয়ীরা হলেন -

 

১. এজাজুল (০১৯২৭০৮৯২৪৫)

২. নিখাদ সুলতানা (০১১৯১১৩৯৯৮০)

৩. ইকবাল আহমেদ (০১৮১৯৪৫৬৯২৫)

 

তৃতীয় পুরস্কার  জয়ী হয়েছেন মানিক (০১৭৩৩৬৪৮৩৬১), দ্বিতীয় পুরস্কার জয়ী হয়েছেন

ইতি (০১৯৩৫০০৮৫৬৩) এবং প্রথম পুরস্কার জয়ী হয়েছেন মালিহা আফরিন (০১৬৭৬০৪০৮৪৯)।

 

মার্সেল : দ্বিতীয়পর্ব

 

পঞ্চম পুরস্কার : ৫টি

 

বিজয়ীরা হলেন-

 

১. সাদিয়া (০১৮৩২৩৬০৬৬৮)

২. ফারহানা (০১৫৩৬২৪৭৭৭৬)

৩. পারভেজ (০১৬৮৮৩৪২৫৯০)

৪. ইকবাল (০১৮১৯৪৫৬৯২৫)

৫. আয়েশা (০১৮৫২০৭৩৪১৩)

 

চতুর্থ পুরস্কার ( ৩টি) বিজয়ীরা হলেন -

 

১. বাশার (০১৭৮৯৩৭৯৭০৩)

২. বিকাশ (০১৭৮৫২৯৬৩৪৮)

৩. আনসার আলী (০১৯৪৭৫৫৭৬৫২)

 

তৃতীয় পুরস্কার জয়ী হয়েছেন রিপন খন্দকার (০১৬৭১১৪২৬২৫), দ্বিতীয় পুরস্কার জয়ী হয়েছেন পারুল আক্তার (০১৯১৮৯১৯১২৫) এবং প্রথম পুরস্কার জয়ী হয়েছেন যুবরাজ (০১৬৭০১৯৬৯১৯)।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৬/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়