ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃহত্তম আইসক্রিম উৎসব শুরু বুধবার

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৩ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃহত্তম আইসক্রিম উৎসব শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক : ইগলুর উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বুধবার শুরু হবে দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব।

 

মঙ্গলবার রাজধানীর লা ভিঞ্চি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ  ঘোষণা দেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান। এ সময় কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জি এম কামরুল হাসান বলেন, এই উৎসবে দেশের আইসক্রিমপ্রেমীরা বিশেষ আইসক্রিমের স্বাদ গ্রহণের সুযোগ পাবেন। তারা ৭০০ টাকায় নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম খেতে পারবেন। উৎসবে আইসক্রিমপ্রেমীদের জন্য আইসক্রিম খাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যান্ড দলের পরিবেশিত লাইভ পারফরমেন্স উপভোগ করতে পারবেন।

 

ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে- নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালো।

 

আইসক্রিম উৎসবে কিডস জোন, ফান ফটোগ্রাফি, মাসকটস, ইনস্ট্যান্ট ফটো ডিসপ্লে ও ম্যাজিক পারফরমেন্সের আয়োজন থাকবে। এ ছাড়া উৎসবে আগত দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে।

 

উৎসব শেষ হবে ২৭ আগস্ট। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৬/আশরাফ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়