ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চীনের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৫ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

চীনকে আন্তর্জাতিক চুক্তির ‘নিকৃষ্টতম অপব্যবহারকারী’ এবং ‘মুদ্রা ব্যবস্থায় জালিয়াতকারী’ দেশ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে, চীনসহ এ ধরনের চুক্তি লঙ্ঘনকারী সব দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

 

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প তার দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি চীনের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন।

 

ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হলে তিনি তার বাণিজ্যমন্ত্রীকে বলবেন, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যেসব দেশ আমেরিকার ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে।’ তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘চীন নিকৃষ্টতম অপব্যবহারকারী।’

 

যুক্তরাষ্ট্রের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের প্রতি তাদের শ্রদ্ধা নেই। আমাদের নেতৃত্বের প্রতিও নেই। আমরা তাদের বিরুদ্ধে দোষারোপ করব না... আমরা শিগগিরই নিজেদের সেই অবস্থানে নিতে চাই। আপনারা দেখবেন। এখনকার চেয়ে তারা আমাদের বেশি পছন্দ করবে।’

 

এ ছাড়া কৌশলগত দক্ষিণ চীন সাগরে চীনের দুর্গ (কৃত্রিম দ্বীপ) নির্মাণ বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন ৭০ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তারা আমাদের পছন্দ করে না। দক্ষিণ চীন সাগরে ঘাঁটি নির্মাণের অধিকার না থাকলেও তারা তা করছে।’

 

বুধবার টাম্পায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে কথা বলার সময় চীন সম্পর্কে তার নীতি তুলে ধরেন ট্রাম্প। তিনি অর্থনৈতিক শক্তি দিয়ে চীনের মোকাবিলা করতে চান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়