ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা ছেড়েছেন জন কেরি

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ছেড়েছেন জন কেরি

নিজস্ব প্রতিবেদক : একদিনের সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

 

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

 

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

 

সোমবার সকালে ঢাকায় এসেই ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

 

বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর কেরি বারিধারায় যুক্তরাষ্ট্রের চ্যা ন্সেরি কমপ্লেক্সে গেলে সেখানে তার সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

ঢাকা ছাড়ার আগে ধানমন্ডির এডওয়ার্ড কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেন এবং মিরপুরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।

 

বিমানবন্দরে জন কেরিকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।


 

রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৬/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়