ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করল ওয়ালটন

ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫০, ৩০ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করল ওয়ালটন

ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক : ব্যবসা-বাণিজ্য প্রসারে দেশ–বিদেশে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে দেশের জনপ্রিয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

 

এ ক্ষেত্রে শুধু ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতেই অবদান রাখছে না ওয়ালটন গ্রুপ। দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

 

এরই অংশ হিসেবে প্রযুক্তিমূলক শিক্ষার প্রসারে সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করে ওয়ালটন।

 

Walton

                         শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ল্যাপটপ

 

এ উপলক্ষে বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে ওয়ালটন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল বাছেদ, ওয়ালটনের সমাজকল্যাণ অফিসার মো. সাফায়েত হুদা, ঘাটাইলের ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সেলিনা রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ আলম, ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৬/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়